২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হলো নতুন বিধি। আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ সভাপতি মহুয়া দাস জানান ২০২০ সালের পরীক্ষার্থীদের জন্য উত্তর পুস্তিকা চালু করা হবে।
এই মুহুর্তে রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের দুভাবে উত্তর দিতে হয়। একটি থাকে মাল্টিপল চয়েস টাইপ। অপরটি হল প্রশ্ন দেখে উত্তর লেখা।
নতুন মডেলের যে প্রশ্ন আসছে, তাতে আলাদা করে প্রশ্ন কিংবা উত্তরপত্র থাকবে না। প্রশ্নপত্র এবং উত্তরলেখার জায়গা মিলিয়ে বুকলেট তৈরি করা হবে। আর এখনকার মতো দুটো পার্টে নয়, একটা পার্টেই দিতে হবে।
২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন আঙ্গিকে প্রশ্নপত্র তথা উত্তরপত্র QUESTION CUM ANSWER BOOKLET বা QCAB চালু হচ্ছে। এই পদ্ধতি বা ব্যবস্থায় পুরানো PART-Aর DESCRIPTIVE TYPE প্রশ্নপত্র এবং PART-Aর জন্য নির্দিশট উত্তরপত্র পৃথকভাবে থাকছে না।
নতুন এই পদ্ধতিতে একটাই QCAB বা প্রশ্নপত্র তথা উত্তরপত্র থাকছে যেখানে MCQ ও SAQ এবং DESCRIPTIVE TYPE একই সঙ্গে একটি বুকলেটে একত্রে থাকছে। শুধু প্রশ্নপত্র বা উত্তরপত্র বলে কিছু থাকছে না। এজন্য পরীক্ষা শেষে প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টিও থাকছে না।
প্রতিটি DESCRIPTIVE TYPE প্রশ্নপত্রের জন্য নির্দিষ্ট WORD LIMIT উল্লেখ থাকছে এবং উত্তর লেখার জন্য নির্দিষ্ট SPACE রাখা থাকছে।
MCQ ও SAQ এর জন্য BOX/XPACE রাখা থাকছে অর্থাৎ যেমন চলে আসছে তেমনি থাকছে।
প্রতিটি প্রশ্ন ৩ টি ভাষায় থাকছে। প্রশ্নের উত্তর লেখার জন্য পর্জাপ্ত SPACE থাকছে। এছারাও অতিরিক্ত PAGE BOOKLER এর শেষাংশে থাকছে। একান্ত জরুরী প্রয়োজনে পরীক্ষার্থীদের জন্য LOOSE SHEET এর ব্যবস্থাও থাকছে।
এই নতুন ব্যবস্থা চালু করার ফলে যে সুবিধা গুলি পাওয়া যাবে বলে সংসদ মনে করছে সেগুলি হল-১। পরীক্ষা হলে নকল করার প্রবনতা কমবে।
২। বৈদ্যুতিন যন্ত্র বা WHATSAPP এর মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো বন্ধ হবে।
৩। প্রশ্নপত্র পৃথক না থাকায় সঙ্গে করে পরীক্ষা হলের বাইরে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না।
৪। দুটি পৃথক উত্তরপত্র নাথাকায় খুলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
৫। মূল্যায়িনের ক্ষেত্রে পরীক্ষকদের সুবিধা হবে এবং মার্কস পোস্টিং এর ক্ষেত্রেও সুবিধা হবে।
৬। প্রশ্নপত্র বিতরণ এবং সংগ্রহের ক্ষেত্রেও সুবিধা হবে।
৭। আলাদা প্রশ্নের উত্তর দেবার সুযোগ থাকছে না। ফলে পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সুবিধা হবে।
৮। পরীক্ষার্থীদের যথাযথ উত্তর লেখার অভ্যাস হবে। অবাঞ্ছিত ও অতিরিক্ত লেখার প্রবনতা কম হবে।
৯। পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষিত হবে।
১০। পরীক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে সর্বভারতীয় পরীক্ষাগুলির পদ্ধতির সঙ্গে পরিচিতি ঘটবে।
ফলে একাধিক বিড়ম্বনা এড়াতে এই সিদ্ধান্ত বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। তবে পরীক্ষা শেষ হওয়ার পরেই তা পর্ষদের ওয়েরসাইটে দিয়ে দেওয়া হবে।
নমুনা QCAB ডাওনলোডের জন্য ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊