Sangbad Ekalavya:
শিক্ষক দিবসে এক বিশাল নজির করলো আলিপুরদুয়ারের বাদাইটারি হাই মাদ্রাসা। পালিত হলো শিক্ষক দিবস সেখানে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হলো মাংস ভাতের সাথে ডাল তরকারি ভাজা।
মিড ডে মিল নিয়ে যখন একাধিক অভিযোগের মধ্যে রাজ্য রাজনীতি চলছে দামামা,  সেই মুহূর্তে ছাত্রছাত্রীদের মাথায় রেখে যেভাবে শিক্ষকরা নিজেদের অর্থ দিয়ে এই প্রোগ্রাম কে সাফল্যমন্ডিত করলেন তা এক কথায় শিক্ষক দিবসের ইতিহাসে এক বিশেষ নজির হয়ে থাকল বলেই অনেকে মনে করছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলেছেন যে এই ধরনের অনুষ্ঠান যেগুলো ছাত্র-ছাত্রীদের পক্ষে সমাজকে একটা বার্তা দেওয়া যাবে সে নিয়ে তিনি ভবিষ্যতে আরো অনুষ্ঠান করবার কথা।  পার্শ্ববর্তী অপর একটি স্কুল বিরসা বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাংস ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছিল।