Latest News

6/recent/ticker-posts

Ad Code

শহীদ রাজেশ ও তাপস স্মরণে আগামীকাল পদযাত্রা দিনহাটায়




আগামী কাল শুক্রবার ২০শে সেপ্টেম্বর দিনহাটায় দাড়িভিটে বাংলা ভাষা লড়াইয়ের শহীদ রাজেশ ও তাপসকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য "বাংলা ভাষা দিবস" পালন করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP)  । উক্ত মিছিলে উপস্থিত থাকবেন দিনহাটা মহকুমা সংযোজক প্রেম কুমার বর্মন, কোচবিহার জেলা SFD প্রমুখ বিশ্বজিৎ বর্মন ও দিনহাটা নগর সভাপতি ও সম্পাদক এবং দিনহাটা মহকুমার সকল কার্যকর্তা ।

এই পদযাত্রাটি সংহতি ময়দান থেকে দিনহাটা পাঁচমাথা মোড়ে শেষ হবে এবং সেখানে তাপস ও রাজেশের ছবিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে  বলে এবিভিপি দিনহাটা নগর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code