Sangbad Ekalavya:
আজ শিক্ষক দিবস উপলক্ষে আবুতারা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি গাছ একটি প্রাণ এই নীতির প্রচারার্থে বিদ্যালয় প্রাঙ্গন সহ আবুতারা বাজার ও আবুতারা রেল স্টেশনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় এবং বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি করে চারাগাছ প্রদান করা হয়।