Sangbad Ekalavya:  আজ জীবন দিশা সেন্টার অফ এক্সলেন্স এবং তার সাথে গ্রামিন সম্পদ কর্মির পরিচালনায় অনুষ্ঠিত হল শিক্ষক দিবস এবং তার সাথে ডেংগু  সচেতনতা শিবির। এখানে উপস্থিত  ছিলেন শিক্ষক দ্বীপায়ন চক্রবর্তী, মূল্যবোধ NGO এর উপদেষ্টা মন্ডলির সদস্য রিক সাহা, শিক্ষক অমিত দাস মহাশয়। এছারাও গ্রামীন সম্পদ কর্মীর জেলা কার্যকারী সভাপতি প্রকাশ বর্মন, জেলা সভাপতি সুদেব সরকার, জেলা সম্পাদক সানু সরকার, কোষাধক্ষ্য রবীন্দ্র বর্মন, জেলা পর্যাবেক্ষক রেজ্জাক আলি, দিনহাটা 2নং ব্লক এর সভাপতি রাফিক মিয়া। অনুষ্ঠানের পর স্মৃতি পাঠাগারের সংলগ্ন এলাকায় একটি ডেংগু সচেতনতা মুলক র‍্যালি ও করা হয়। শেষে সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে বলেন-