দীপ রায়ঃ
পুষ্টি অভিযানের সামিল হল মুর্শিদাবাদ জেলার  বেলডাঙা থানার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের জাতীয় সেবা প্রকল্প বিভাগ । সেপ্টেম্বর মাস কে Rastriya Poshan Maah হিসেবে পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠান ।বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে এই পুষ্টি অভিযান কর্মসূচি।এই কর্মসূচির উপলক্ষে  বিদ্যালয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার ১৭ই  সেপ্টেম্বর এক পদযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে শুরু হয় কাপাসডাঙ্গা  পরিক্রমণ করে ও পুষ্টি বিষয়ে সচেতনতা প্রচার করে।

সেমিনারের মাধ্যমে পুষ্টি সংক্রান্ত বিষয়ের ভালো দিক এছাড়া  অপুষ্টিজনিত কারণে কি কি রোগ হতে পারে তা আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মৃগাঙ্ক মৌলি বিশ্বাস, জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার শ্রী অমিত কুমার মণ্ডল ও জীব বিদ্যার শিক্ষিকা শ্রীমতি প্রিয়াঙ্কা রায় অধিকারী।সেমিনার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে হয় গ্রুপ ডিসকাশন।জাতীয় সেবা প্রকল্পের সদস্য মুর্শিদ আলম ,প্রিয়া মন্ডলেরা ভীষণ খুশি নতুন বিষয় জানতে পেরে।