বিশ্বজিৎ বর্মন ,28 শে সেপ্টেম্বর:   বাগডোগরার নোনীজোত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 85 জন দুঃস্থ  শিক্ষার্থীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে  শারদোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এগিয়ে এল" North Bengal Social Educational Society "।নতুন বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সভাপতি তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী সুদাস লামা মহাশয় , এবং উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ রায় ,  তাপস সরকার, বনানী সরকার, জয়ন্ত সরকার, পায়েল মিশ্র, বর্ষা দে সহ অন্যান্য সদস্য বৃন্দ।