Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হল কবি দেবপ্রিয় হোড়ের প্রথম কাব্যগ্রন্থ 'কোলাজ'

Sangbad Ekalavya:
আজ শিক্ষক দিবসের শুভ মুহূর্তে ফাঁসিদেওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষণ ইন্সটিটিউটে প্রকাশিত হল কবি দেবপ্রিয় হোড়ের প্রথম কাব্যগ্রন্থ 'কোলাজ'। বইটি প্রকাশ করেন  শিলিগুড়ি বি.এড. কলেজের  প্রাক্তন অধ‍্যক্ষ ড. গোপাল চন্দ্র সরকার। 
শিক্ষকতার সাথে ব্যস্ত জীবন কাটালেও মৃদুভাষী শ্রী দেবপ্রিয় হোড় কবিতায় আশ্রয় খোঁজে। ‘জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত, দীর্ঘ এই যাত্রাপথে।’ এই পথে উঠে আসে পুলওয়ামা । এই পথেই ‘নদীর গল্প’ শোনান কবি- এই পথেই ‘তাঁরায় ঢাকা আকাশে- তন্দ্রালু হ্যাপিভ্যালি উঠে আসে। ওষ্ঠে শেষ বিদায়ের চিহ্ন এঁকে ভীষ্মের মত ইচ্ছামৃত্যু চান কবি। বৈচিত্র্যপূর্ণ আবেগের এক কোলাজ নির্মাণ করেছেন কবি। 


বইটি একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত। মূল্য ৩০ টাকা । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code