Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেলমন্ত্রী পীযূষ গোয়েলের আগেই বর্ধমানের অসম্পূর্ন ঝুলন্ত রেল সেতুর উদ্বোধন মন্ত্রী সুব্রত মূখার্জীর


সংবাদ একলব্যঃ

বর্ধমান জংশনে ২০১২ সালে ১৮৮.৪৩ মিটার দীর্ঘ ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল। কোনোরকম যান চলাচল ব্যাহত না করে শেষ ১৯৭ দিন ধরে টান কাজ করে ওভারব্রিজটির কাজ শেষ করা হয়েছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ওভারব্রিজটির উদ্বোধন করবেন বলে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল রেলমন্ত্রকের পক্ষ থেকে। অথচ কেন্দ্রীয় রেল মন্ত্রী উদ্বোধন করার আগে, বর্ধমানের অসম্পূর্ন ঝুলন্ত রেল সেতু রাজ্যের মন্ত্রী সুব্রত মূখার্জী আজ উদ্বোধন করেন। 

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষ জানান-
"এর আগেও পানাগড় Highway Bypass বাবুল সুপ্রিয়র উদ্বোধনের আগেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে High Court এর সার্কিট বেঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন করার পরে মমতা ব্যানার্জি তার মন্ত্রীদের নিয়ে একই কাজ আরেকবার করেন।
দিদি- উদ্বোধনের প্রতিযোগিতা না করে উন্নয়নের প্রতিযোগিতা করুন। তাতেই পশ্চিমবঙ্গের মঙ্গল হবে।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code