সংবাদ একলব্য, ১৮ আগস্টঃ গতকাল দিনহাটা মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ,মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব ও বাংলা বিভাগীয় দেওয়াল পএিকা " স্বচ্ছতোয়া"র প্রকাশ হল। পএিকার শুভ উন্মোচন করেন বিভাগীয় প্রধান সুভাষ চন্দ্র দাস মহাশয়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ড.শুচিস্মিতা দেবনাথ,জয় দাস এবং অন্যান্য বিভাগের অধ্যাপক- অধ্যাপিকারা।
এই পএিকা প্রকাশের দায়িত্বে থাকা অশোক বর্মন,শ্রেয়া বর্মন,মধুমিতা ঘোষ ও ঐন্দ্রিলা চৌধুরীরা জানায় যে,বাংলা বিভাগের এই পএিকাটি ধারাবাহিক ভাবেই প্রকাশ হয়ে আসছে । এই দেওয়াল পত্রিকায় সম্পূর্ণ বাংলা বিভাগের অধ্যাপকদের লেখা থেকে শুরু করে বর্তমান ছাএছাএীদের লেখা ও প্রাক্তনদের লেখায় পএিকাটি পূর্ণতা পেয়েছে। আগামী দিনগুলোতেও "স্বচ্ছতোয়া" সকলের প্রচেষ্টায় ধারাবাহিকভাবে এগিয়ে চলবে এই আশা রাখছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊