সংবাদ একলব্য, ৬ আগস্টঃ আজ তার জন্মদিন। আর জন্মদিন মানেই একটা অন্যরকম ভালোলাগা। দিনহাটার জোরপাকরি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্রী বিশ্বজিৎ সাহা, শুধু শিক্ষকতাই নয়, তার নামের সাথে আরও কিছু বিশেষণ যুক্ত হয়েছে ৩৪ বছরের জীবনে। ভ্রমণ পিপাসু , চিত্রপরিচালক, লেখক, সমাজসেবী। 
আজ তার জন্মদিনে বন্ধুদের সাথে নিয়ে গাছ লাগালেন সংহতি ময়দানের পাশে। তিনি জানিয়েছেন- "শুভ শব্দটি জন্মদিন শব্দের দোসর। তাই জন্মদিনের সকালটা শুভ কিছু দিয়েই শুরু করলাম।
যাদের সাহায্য ছাড়া এই কাজটি সম্ভব হতো না তারা হলো..ভাস্কর দা, সুরজিৎ দা, সায়ন্তন, রজত, উদয়, রঞ্জিত, আর আমাদের ভুট্টু দা....তোমাদের সদিচ্ছাকে কুর্নিশ"