বিপ্লব চক্রবর্তী,১৩ আগস্টঃ মেয়ের বিয়েতে চারা গাছ বিতরণ করে নজির গড়লেন তুফানগঞ্জ লম্বাপাড়া 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রজত দাস ও শিল্পী দাস গত গত 5 ই আগস্ট আমন্ত্রিত সকল অতিথিদের একটি করে চারা গাছ বিতরণ করেন রজত দাস ও শিল্পী দাস।
রজত বসাক এর স্ত্রী শ্রীমতি শিল্পী দাস এর মতে উষ্ণায়ন এবং নির্বিচারে গাছ কেটে নেওয়া হচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত।