সংবাদ একলব্য, ১৩ অগাস্টঃ জুলাই এর শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে উল্কা বৃষ্টি যা এই অগাস্ট পর্যন্ত চলবে । সবথেকে বেশি দেখা যাবে 13ই অগাস্ট মঙ্গলবার, অর্থাৎ আজ । ঘন্টায় প্রায় আশিটি উল্কা দেখা যাবে আকাশে, তাই মঙ্গলবার রাত্রে না ঘুমিয়ে তাকিয়ে থাকুন উত্তর পূর্ব আকাশের দিকে । এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ হাত ছাড়া করবেন না।