সংবাদ একলব্য,১৩ আগস্টঃ টাইফুন লেকিমা। তার জেরে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং আহতের সংখ্যাও ৫০ ছাড়িয়েছে। ১৮৭ কিলোমিটার বেগে বিধ্বংসী এই ঝড় ছারখার করে দিয়েছে চিনের বিস্তীর্ণ অঞ্চলকে। এই টাইফুনের জেরে বিধ্বস্ত ট্রেন ও বিমান পরিষেবা।
আগে থেকেই চিনের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা। তবুও প্রাণহানি এড়ানো যায়নি।
*Tropical* Effects of Typhoon #Lekima as it made landfall in SE China yesterday, August 10th! Major damage and over 100 000 displaced people reported. Video via Nathan Sepala Werep. pic.twitter.com/k4GTHErooR— severe-weather.EU (@severeweatherEU) August 11, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊