Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল নেতাকে গুলি করে খুন

কলকাতা,২৬ আগস্টঃ গত শনিবার  এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় পশ্চিম বর্ধমানে। বাইক আরোহী দুষ্কৃতীরা গুলি করে ওই তৃণমূল নেতাকে গুলি করে খুন করেছে বলে জানিয়েছ পুলিশ। বাইক আরোহীদের চিহ্নিত করতে পেরেছেন মৃতের পরিবারের সদস্যরা। কুলটি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “শনিবার রাত ১১.৩০ নাগাদ মহম্মদ খালিদ নামে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি”। মৃতের ভাই জানিয়েছেন, শনিবার রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন মহম্মদ খালিদ খান, সেই সময় বাইকে করে এসে গুলি চালায় তিন ব্যক্তি। ওই তিনজন কাদের শেখ, টিঙ্কু শেখ এবং শাহিদ শেখ বলে জানিয়েছেন মৃত তৃণমূল নেতার ভাই।

[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ও প্রতীকি।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code