Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাক্তন ফুটবলার আনারুল হকের স্মৃতিতে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল দরিবশ মাদ্রাসা প্রাঙ্গনে


আরিফ হোসেন, নিউ গিতালদহ, ২৬শে আগস্ট: শিশু সাথী সংঘের পরিচালনায় ও ব‍্যবস্থাপনায় নিউ গিতালদহের দরিবশ মাদ্রাসার মাঠে প্রাক্তন ফুটবলার আনারুল হকের স্মৃতির উদ্দ‍্যেশ‍্যে রবিবার অনুষ্ঠিত হল দিবারাত্রি ম‍্যারাথন ফুটবল টুর্নামেন্ট। 
আনারুল হক ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের মহেশ্বর গ্রামের বাসিন্দা আবুবক্কর সিদ্দিকের প্রথম পুত্র। ছোটোবেলা থেকেই তিনি খেলাধুলার প্রতি গভীর আগ্রহী ছিলেন। একাধিক টুর্নামেন্টে তার দল ভালো ফল করেছিল তার ভূমিকায়। ওকড়াবাড়ী, গিতালদহসহ বাংলাদেশেও তিনি ছিলেন সকলের সুপরিচিত। 
কর্মজীবনে দিনহাটার প্রাক্তন মন্ত্রী ডাঃ মহম্মদ ফজলে হকের চেম্বারে ডাক্তারি প্রাকটিস করেন এবং পরে ওকড়াবাড়ীতে বহুদিন রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। খেলোয়াড় ছাড়াও ডাক্তার হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। পরে, সিপিএম এর হয়ে মহেশ্বর গ্রামে পঞ্চায়েত নির্বাচিত হন। তার জীবনের বিশাল অংশ অতিবাহিত হয় ওকড়াবাড়ীতে। তিনি একদিকে যেমন খেলোয়াড়, ডাক্তার ও পঞ্চায়েত ছিলেন অন‍্যদিকে তিনি ছিলেন একজন বিশাষ্ট সমাজসেবীও। 
মহেশ্বর গ্রামের উন্নতি সাধনে তিনি একাধিক পরিকল্পনার বাস্তবয়ান করেছেন। গত জুলাই মাসেই তিনি অসুস্থতার জেরে পরলোক গমন করেন। তার এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই সরকারী চাকুরি করে। 
তার স্মৃতির উদ্দেশ‍্য এই খেলায় আটটি দল অংশগ্রহন করে। খেলা আরম্ভ হয় প্রায় বিকেল পাঁচটা নাগাদ। সাংকৃতিক অনুষ্ঠান ও ব‍্যানারসহ বেলুন ওড়ানোর মধ‍্য দিয়েই শুভসূচনা হয় খেলার। এদিন উপস্থিত ছিলেন দিনহাটার ২নং গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মফিজুল হক, ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান রেনুকা খাতুন বিবি, গিতালদহ ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান আবুয়াল আজাদ ও গিতালদহ ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা বর্মন এবং দরিবশ মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ আরো  অনেকে। এছাড়াও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক মাননীয় শেখ আনসার আহমেদ সাহেব। 
এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দর্শক ছিল মাঠের কানায় কানায়। দর্শকদের উচ্ছাস উন্মাদনাও ছিল প্রবল। দূরদুরান্ত থেকে প্রচুর দর্শক হাজির হন খেলা উপভোগ করতে। দূরদুরান্ত থেকে আসা দলগুলির বিশ্রামের ব‍্যবস্থা করা হয় দরিবশ মাদ্রাসার বিদ‍্যালয় ঘরে। খেলাকে কেন্দ্র করে রাস্তার দুধারে রোজগার করতে বসা দোকানেরও ভির ছিল চোখে পড়ার মতো। এক ক্লাব কর্মকর্তা জানান, "আনারুল হক খুব ভালো মানুষ ছিলেন। এই মহান নক্ষত্রের স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আমরা খুব খুশি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code