মিহির সরকার,দিনহাটা,২৯ আগস্টঃ এবছর শিক্ষক দিবস পালন করবে উস্থি উনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশনের দিনহাটা মহকুমা কমিটি। মহকুমা কমিটির পক্ষে শ্রী দেবাশীষ বর্মন জানান এবার প্রথম তারা শিক্ষক দিবস পালন করতে যাচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ রোডের তেরাপন্ত ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানের জন্য শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তিনি আরও জানান- ওইদিন দিনহাটা মহকুমার সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হবে।