শুভাশিস দাশ , দিনহাটা : মাত্র ৬৭ বছরেই চলে গেলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ । ভারত বর্ষের রাজনীতির নারী মুখ যে কজন সবার মনে জায়গা করে নিয়েছিলেন তাঁদের মধ্যে সুষমা স্বরাজ একজন । মেধা পাণ্ডিত্য এবং তার সুমিষ্ট ব্যবহার দিয়ে নিজেকে গড়েছিলেন এক অনন্যা নারী হিসেবে । এই প্রতিবেদকের সৌভাগ্য হয়েছিল তাঁর সাথে কথা বলার । কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অদাকার নামের একটি সংস্থার আয়োজনে স্বাধীনতা সংগ্রামীদের এক অনুষ্ঠানে তাঁর সাথে কথা হয়েছিল । আমি সেদিন তাঁর ব্যবহারে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম । তিনি প্রকৃত অর্থেই একজন সংবেদনশীল মানুষ ছিলেন । তাঁর মৃত্যুতে সারা দেশ আজ শোকস্তব্ধ । প্রধান মন্ত্রী বলেছেন তাঁর মৃত্যুতে বিরাট ক্ষতি হলো । মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বুকে ব্যাথা অনুভব হলে দিল্লির এইমস এ তাঁকে ভর্তি করা হয় এবং রাত এগারোটা নাগাদ তাঁর মৃত্যু হয় । তিনি ২০১৪ ২০১৯ বিদেশ মন্ত্রী ছিলেন । তিনি সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট ছিলেন । বিজেপি নেতা দীপ্তিমান সেন গুপ্ত বলেন আমরা সত্যিকারের একজন মা কে হারালাম । তাঁর সময়ই ছিটমহল বিনিময় হয় ।