সংবাদ একলব্য, নদীয়া, ৪ আগস্টঃ নদী বাঁচাতে এবার পথে নামল পড়ুয়ারা। নদী না বাঁচলে মানুষের জীবন ও যে বিপন্ন হবে। তাই নদী বাঁচানোর শপথ নিয়ে এগিয়ে এল এন এন এস বিভাগ বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়। চূর্ণী নদী অনেকদিন ধরেই দূষিত কারণ বাংলাদেশের দর্শনার চিনি কলের দূষিত জল ও আবর্জনা হাজির হয় এ দেশের সীমান্তবর্তী এরিয়া গেদে, বানপুর,মাজদিয়া অঞ্চলে।এন এস এস বিভাগের উদ্যোগে আজ ৩রা আগস্ট চূর্ণী নদীর পাড়ে লাগানো হয় ৫০ টি চারা গাছ ও নদীর প্লাস্টিক পরিষ্কার করা হয়। হাতে তাদের প্লাকার্ড "গাছ লাগাও চূর্ণী বাঁচাও "। ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন শ্যামল কুমার টপপো ও ভূগোলের শিক্ষক উত্তম কুমার বিশ্বাস ।এই প্রসঙ্গে এনএসএস বিভাগের প্রোগ্রাম অফিসার শ্রী শ্যামল কুমার টপপো বলেন "প্রতিবছরই আমরা পরিবেশ সচেতনতার জন্য বিভিন্ন কাজে নিয়োজিত থাকি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য" ।