সংবাদ একলব্য, ২৯ আগস্টঃ ফের উত্তপ্ত শীতলকুচির ব্লকের ভাঐরথানা বাজার। আজ সকালে আচমকাই দুষ্কৃতীরা এসে ১০ টি দোকানে ভাঙচুর ও লুঠপাট চালায়-২০ টির মতন বাড়ি ভাঙচুর হয়।এলাকা দখলকে কেন্দ্র করে  উতপ্ত শীতলখুচি ব্লকের ভাওয়ার থানা এলাকা। দফায় দফায় সংঘর্ষে বাড়ি ঘর দোকান পাট ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বোমাবাজিও করে তারা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। পুলিশ দেরিতে আসায় বিজেপির মহিলা সংগঠনের সদস্যরা ঝাড়ু হাতে পুলিশকে আটকে বিক্ষোভ দেখায়।
তৃনমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মালতি পালের বাড়ি ভাঙচুর করা হয় এবং ভাঐর থানার গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ ২ টি বাড়িতে আগুন লাগিয়ে দাওয়া হয় বলে অভিযোগ।  সকালে আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়।
পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করেন বলে জানা যায়। এই ঘটনায় গোটা এলাকা উত্তপ্ত রয়েছে।

দেখুন ভিডিও-