অনুপম মোদক, ২৯ আগস্টঃসাপ নিয়ে সকলের মধ্যে ভ্রান্ত ধারণা ঘোচাতে প্রচারে নামলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা দিনহাটা কেন্দ্রের সকল বিজ্ঞান কর্মীরা | বিজ্ঞান কর্মীরা মূলত গ্রামবাসীদের লিফলেট বিতরণ এর মধ্যে দিয়ে সাপ নিয়ে ভ্রান্ত ধ্যানধারণা সম্পর্কে সচেতন করে তোলেন এর পাশাপাশি এই লিফলেটটি এলাকার বিভিন্ন স্কুলে স্কুলে বিতরণ করা হবে l দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মনমোহন নাথ মহাশয় এর কাছ থেকে জানা যায় এই লিফলেটে সাপ নিয়ে অনেক অজানা বিষয় রয়েছে, যেমন-
সাপ নিয়ে ভ্রান্ত ধারণা ১। বীণ বাজালে সাপনাচে ভুল। সাপের বহিঃকর্ণ নেই, তাই সাপ কোনও শব্দই শুনতে পারে না। মাটির কম্পন বােঝার জন্য সাপের বুকের তলায় বিশেষ স্নায়ুতন্ত্র থাকে। আপনি কত দূরে এবং কত বড় তা অনুমান করতে পারে মাত্র।
২। ফুলের সুগন্ধে সাপ আসেঃ ভুল । সাপের ঘ্রাণশক্তি খুবই দুর্বল। সে গন্ধ পায় না। সুগন্ধি ফুলের গন্ধে পােকা মাকড় আকৃষ্ট হয় এবং তা খেতে ব্যাঙ আসে। ব্যাঙ খেতে মাঝে মাঝে সাপ আসে। খাবার পর মানুষ যেমন ক্লান্ত হয় তেমনি সাপও ক্লান্ত হয় তাই সুগন্ধী ফুলের গাছে অনেক সময় সাপ দেখতে পাওয়া যায়।
৩। সাপ প্রতিশােধ নিতে পারেঃ ভুল। সাপের স্মৃতিশক্তি খুবই কম। তাই একটা সাপমারলে সেখানে তার জোড়া সেটা মনে রেখে এসে প্রতিশােধ নেবে এটা ভাবা ভুল। মেটিং এর সময় তাদের সঙ্গী আশেপাশে থাকলে বা আশেপাশে গর্ত থাকলে সেখানে তাদের বাচ্চাকাচ্চাকেও দেখা যেতে পারে, এদেরকেই আমরা প্রতিশােধ নিতে এসেছে বলে ভুল ভাবি।
৪। ছােট সাপের বিষ নেইঃ ভুল । তাদের বিষও সমান ক্ষতিকর।
৫। সাপ দুধ খায়ঃ ভুল । সাপের চেড়া জিবের কারণে চুমুক দিয়ে কোনও তরল পদার্থ পান করতে পারে না। গরুর দুধ খেতে সাপ গােয়াল ঘরে ঢােকে এটাও ভুল। গােয়াল ঘরের অপেক্ষাকৃত শুকনাে জায়গা, নিরাপদ বাসস্থানের খোজেই এরা আসে।
৬। সাপ কামড়ালে দংশন স্থানে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায়ঃ ভুল। বরং এভাবে রক্তের সঙ্গে ভাল করে বিষ গুলাে। মিশিয়ে দিয়ে আপনার মৃত্যুকে ত্বরান্বিত করবেন না।
৭। দংশন করা সাপকে কামড় দিলে বিষ ফেরত যায় ? ভুল। কারণ সাপের বিষ আপনার দংশনস্থানে থাকে, সেখান থেকে আপনার দাঁতে কী করে আসবে?
৮। শক্ত করে বাঁধলে বিষ ছড়াতে পারে নাঃ ভুল । সরু জিনিস যেমন লােহার তার, সুতলি ইত্যাদি দিয়ে বাঁধবেন না কারণ এতে রক্ত চলাচল বন্ধ হয়ে ঐ অংশে পচন ধরে যেতে পারে (বিশেষত যদি আপনাকে বিষধর সাপ নাই কামড়ে থাকে)। বিমপর সাপ কাটলে গামছা বা কাপড় দিয়ে খুব শীতে আমরা যেমন গলায় শক্ত করে মাফলার পেচাই সেরকম করে জড়াতে পারেন।
৯। মনসা পূজা করলে সাপ কাটবেনা সাপের ঘাড়ে পা পড়লে বা সাপের সামনে পা দোলালে সাপ কাটবেই, কারণ এটা তার জীবন মুত্যুর প্রশ্ন।
সাপকখন কামড়ায়ঃ
১। বিপদ আঁচ করে পালাতে গিয়ে ভুল করে আমাদের সামনে পড়ে গেলে ঘাবড়ে গিয়ে শেষ অস্ত্র হিসাবে কামড় ও বিষকেই প্রয়ােগ করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊