Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৃক্ষরোপণ উৎসব বিশ্বভারতী শান্তিনিকেতনে



কেশব ঘোষ, শান্তিনিকেতন, ৮ আগস্টঃ 
'মরুবিজয়ের কেতন উড়াও শূণ্যে হে প্রবল প্রাণ।' গানের মধ্যদিয়ে আজ বিকেলে সন্তোষালয় প্রাঙ্গনে বিশ্বভারতী বৃক্ষরোপণ অনুষ্ঠান উদযাপিত হল। 
১৩৩২ বঙ্গাব্দের ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তরায়ণের উত্তর-পূর্ব কোণে পঞ্চবটির প্রতিষ্ঠার মধ্যদিয়ে বৃক্ষরোপণ শুরু করেন। ১৩৩৫ বঙ্গাব্দের ৩০ আষাঢ় আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ উৎসব প্রবর্তন করেন। রবীন্দ্রনাথের প্রয়ানের পর ১৩৪৯ থেকে প্রতি বৎসর তাঁর স্মরণে 
বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। 
"মরুবিজয়ের কেতন উড়াও"গানের তালে তালে নৃত্যে অংশগ্রহন করেন ছোট থেকে বড় সকলেই। বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী বিদ্যুৎ চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বিবেক দেব। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মিবৃন্দ ও আশ্রমিক। এছাড়াও বাইরে থেকে বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়বার মতন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code