আরিফ হোসেন, ৮ আগস্টঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথের ৭৮ তম মহাপ্রয়াণ দিবস পালিত হলো । উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক নিখিল চন্দ্র রায় মহাশয়, অধ্যাপিকা মঞ্জুলা বেড়া মহাশয়া, অধ্যাপক উৎপল মণ্ডল মহাশয়, অধ্যাপক বিকাশ চন্দ্র পাল মহাশয়, অধ্যাপক সূর্য লামা মহাশয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয় অধ্যাপক নিখিল চন্দ্র রায় মহাশয়। অধ্যাপিকা মঞ্জুলা বেরা মহাশয় রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনাকে তাঁর বক্তব্যের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেছেন। অধ্যাপক উৎপল মণ্ডল মহাশয় শান্তিনিকেতন ও সেখানকার হস্তশিল্পের সাথে সাথেই বৃক্ষরোপণ কর্মসূচির কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন। জানালেন যে রবীন্দ্র বিষয়ক ভালো ভালো দু চার কথা বলার চেয়ে বিষয়টি চালু করলেই হয়তো রবীন্দ্রনাথকে স্মরণ এবং প্রাপ্য সম্মান প্রদান করা হবে। বিভাগীয় প্রধানকে আবেদন করেন যে এই দিনটিকে বিশেষভাবে পরবর্তীতে পালন করার জন্য এবং বিভাগীয় প্রধান তথা অনুষ্ঠানের সভাপতি আশ্বাস দেন এবং দু-চার কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন।