সংবাদ একলব্য, ৮ আগস্টঃ সর্বোচ্চ সম্মান ভারতরত্ন গ্রহণ করলেন প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখােপাধ্যায়। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার হাতে এই পুরস্কার তুলে দেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়াও মরণােত্তর সম্মাননা পেয়েছেন প্রখ্যাত গায়ক ভুপেন হাজারিকা এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা নানাজি দেশমুখ।
রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। 
প্রণব মুখােপাধ্যায় ২০১৭ সালে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের বর্তমান বিরােধী দল কংগ্রেসের রাজনীতি করেছেন তিনি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমা রাও এবং মনমােহন সিংয়ের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রণব মুখােপাধ্যায়।