সংবাদ একলব্য, ১১ আগস্টঃ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ও SFI এর সংগ্রামের 50 বছরে বস্ত্রদান কর্মসূচী পালিত হয় দিনহাটা মহকুমার শালমারা গ্রাম পঞ্চায়েতের বড় গারালঝোড়া জুনিয়ার হাইস্কুলে। শালমারা SFI ইউনিটের উদ্যোগে প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত বস্ত্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন SFI এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, SFI জেলা সম্পাদক প্রনয় কার্য্যী, জেলা সভাপতি কৌশিক ঘোষ, আজিবার শেখ, অংশুমালি রায়, কপিল রায়, সৌভিক দে ও অন্যান নেতৃত্ব।