আরিফ হোসেন, দিনহাটা, ৭ অগাস্টঃ আজ দিনহাটা পাঁচ মাথা মোড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ডাকে পথসভা অনুষ্ঠিত হল। আগামী ৪ঠা সেপ্টেম্বর চার দফা দাবি নিয়ে জেলাশাসক দপ্তরে যাওয়ায আহ্বান জানিয়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন দিনহাটার একাধিক বর্ষীয়ান নেতা। যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রোউফ জানান- "আগামী ৪ঠা জুলাই বেলা ১টায় জেলা শাসক দপ্তর চলো কর্মসূচী অনুষ্ঠিত হবে।'