Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC "দেশ ও সমাজের ভালোর জন্য নয়"-মুখ্যমন্ত্রী

SANGBAD EKALAVYA- কলকাতাঃ 
শনিবার প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিনের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। এনআরসির নাম করে বাঙালিদের অসম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে জোড়াফুল শিবিরের দাবি, তালিকার বাইরে থাকা ১৯ লক্ষ মানুষের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই। ১৯.০৭ লক্ষ মানুষ জাতীয় নাগরিকপঞ্জী তালিকার বাইরে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি এআরসিকে “ব্যর্থ নাটকীয়তা” বলে মন্তব্য করেছেন, পাশাপাশি তাঁর দাবি, অন্য কোনও অভিসন্ধি নিয়ে এই পদক্ষেপটি করেছে বিজেপি সরকার।

ট্যুইটে তৃণমূল সুপ্রিমো লেখেন, “...এটা দেশ ও সমাজের ভালোর জন্য নয়, বরং অন্য কোনও অভিসন্ধির কারণে করা হয়েছে”। এই পদ্ধতিতে যাঁরা ভোগান্তির শিকার হলেন, তাঁদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে বলেও ট্যুইটে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় নাগরিকপঞ্জীর সবচেয়ে বড় সমালোচক তৃণমূল কংগ্রেস, এটিকে তারা “বিভাজনমূলক কাজ” বলে মন্তব্য করেছে। অন্যদিকে, ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জী চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

( PTI এর তথ্য সংযোজিত হয়েছে) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code