Latest News

6/recent/ticker-posts

Ad Code

উদ্বোধনের অপেক্ষায় দিনহাটা পুলিশ মর্গ



শুভাশিস দাশ, দিনহাটাঃ দিনহাটা থানার অনতিদূরে তৈরি হয়েছে পুলিশ মর্গ অথচ আজও এর উদ্বোধন হলোনা l দিনহাটা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনের দীর্ঘ দিনের দাবি ছিল এই মর্গের কিন্তু এই মর্গ তৈরি হয়েও কেন উদ্বোধন হচ্ছে না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে বলে প্রকাশl 
এদিকে এই মহকুমার তিনটি ব্লকের মানুষজনকে আজও অপমৃত্যুর লাশ নিয়ে কোচবিহার মুখী হতে হয় ফলে সময় এবং হয়রানির শেষ থাকেনা l কোচবিহারের মর্গে নিয়ে যেতে যে সময় লাগে তার থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট এলাকার মানুষজন তাই এই মর্গ দিনহাটাতে তৈরির জন্য জনমত গড়ে তুলেছিল l দীর্ঘ অপেক্ষার পর দিনহাটা শহরের প্রাণ কেন্দ্রে মহকুমা হাসপাতালের কাছেই মর্গ তৈরি হয়েও কেন তা মাসের পর মাস পড়ে আছে তার সঠিক কারণ জানা যায়নি lতবে দিনহাটা হাসপাতাল সূত্রের খবর সম্ভবত পুজোর আগেই এই মর্গ চালু হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code