Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাখীর চড়াদামে নাজেহাল দিনহাটা

সংবাদ একলব্য, ১৪ আগস্ট, দিনহাটাঃ শুরু হয়েছে রাখী  উৎসব। আজ থেকে শুরু হলেও মূলত আগামীকাল দিনহাটা জুড়ে রাখী উৎসব পালন হবে স্কুল, কলেজ, থেকে শুরু করে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে। কিন্তু মাথায় হাত ক্রেতার। এক ক্রেতা জানান 'একটা সুতার দাম ১০ টাকা' । 
তবে দাম যতই বেশি হোক না কেন, ক্রেতার ভীর কিন্তু কমছে না। দিনহাটা জুড়ে আজ এক উৎসবের মেজাজ। 
শুধু রাখী নয় সাথে জাতীয় পতাকাও বিক্রি হচ্ছে প্রচুর পরিমানে। একদিনেই দুই জাতীয় উৎসবের আমেজে যেন আজ থেকেই মেতে উঠেছে দিনহাটা'। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code