অনুপম মোদক, নিগমনগর,১৪ আগষ্ট: 
দিনহাটা ১ ব্লকের নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রমে ঝুলন পূর্নিমা উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন আজ। আশ্রম সুত্রে জানা গিয়েছে, আজ সন্ধা থেকেই আশ্রম প্রাঙ্গনে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার খুদেদের নৃত্য,সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালও চলবে এই অনুষ্ঠান। আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগদানন্দ সরস্বতী মহারাজ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বিশাল ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা তথা রাজ্যের হাজার হাজার ভক্তবৃন্দদের আগমন ঘটে। এবারও তার ব্যতিক্রম নয়। মুল অনুষ্ঠান আগামীকাল।  দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে বলে জানান তিনি।