অন্বেষিকা দাস, পুন্ডিবাড়ি, ১৫ আগস্টঃ  পুন্ডিবাড়ি বিবেকানন্দ মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল 73 rd স্বাধীনতা দিবস। সকাল 9 ঘটিকায় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রাণেশ চন্দ্র পাল মহাশয় , প্রদীপ প্রজ্জ্বলন করেন পরিচালন সমিতির সদস্য নন্দলাল সরকার মহাশয় এবং বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয়ের সম্পাদক তারাপদ রায় মহাশয়। বিভিন্ন শ্লোগান এবং জাতীয় সঙ্গীতের  মাধ্যমে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 
স্বল্প বিরতি দিয়ে শুরু হয় রাখীবন্ধন উৎসব। কচি কাঁচা থেকে  শিক্ষক শিক্ষিকা সকলে  আনন্দে মেতে ওঠে।স্বাধীনতা এবং ঐক্যের সাক্ষী হয়ে রইল পুন্ডিবাড়ী বিবেকানন্দ মডেল স্কুল।
এছাড়াও পুন্ডিবাড়ী ব্রাইট ইউনিট ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বর্গীয় নরেশ চন্দ্র বণিক স্মৃতি উদ্দেশ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে তাদের সংশাপত্র প্রদান করা হয়। পুন্ডিবাড়িতে সাড়ম্বরে পালিত হল  স্বাধীনতা দিবস  এবং রাখীবন্ধন উৎসব।