দীপ রায়, নদীয়া, ১৫ আগস্টঃ
এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে চারাগাছ ।৭৩তম স্বাধীনতা দিবস এভাবেই পালন করল নদীয়া জেলার কোতোয়ালি থানার  যাত্রাপুর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন - যাত্রাপুর নেচার এন্ড সোশ্যাল  ডেভলপমেন্ট অর্গানাইজেশন।কৃষ্ণনগর থেকে হাঁসখালি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার  নতুন রাস্তা তৈরি হয়েছে। রাস্তা প্রসারিত করতে গিয়ে দুপাশের সমস্ত গাছ কাটা পড়েছে ।স্বাধীনতা দিবসে রাস্তার দু'পাশে প্রায় ২৫০টি গাছ লাগিয়ে নজির সৃষ্টি করলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থা ।এদের মধ্যে রয়েছেন অধিকাংশই স্কুল ও কলেজ পড়ুয়া ।উদ্যোক্তাদের পক্ষে রমেশ মন্ডল (হেমন্ত ) বলেন "শুধুমাত্র চারা গাছ লাগানো নয়, চারা গাছ গুলো যাতে বাঁচিয়ে রাখা যায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় সে দিকের প্রতি আমাদের খেয়াল থাকবে" ।