বিপ্লব চক্রবর্তী, তুফানগঞ্জ, ৯ আগস্টঃ তুফানগঞ্জ এন এন এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রভাত রঞ্জন বসাক এর ওপর পুলিশি হামলার প্রতিবাদে অখিল ভারতীয় শিক্ষক মহাসঙ্ঘের পরিচালনায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘ, বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের উপস্থিতিতে তুফানগঞ্জ শহর জুড়ে একটি মৌন মিছিল এর আয়োজন করা হয় গতকাল সন্ধ্যায়।
এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের  সহ-সভাপতি ঠাকুর প্রসাদ নাথ বলেন শিক্ষক প্রভাত রঞ্জন বসাক এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের এই মৌমাছির পালিত হলো, মানুষ গড়ার কারিগরের উপর এইরকম বর্বরোচিত হামলা শিক্ষিত সমাজ কোনোভাবেই মেনে নেবে না।