আরিফ হোসেন, কোচবিহার, ৯ আগস্টঃ রাস্তায় নামতে চলেছে ই-রিক্সা। নতুন পরিবহন আইন অনুসারে আগামী ৩১ অগাস্টের পরে কোচবিহারের রাস্তায় আর পুরোনো টোটো দেখা যাবে না। বৃহস্পতিবার দেবী বাড়ির মাঠে জেলা প্রশাসন কর্তাদের সামনেই বেশ কিছু টোটো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। যানজট এড়াতে ও দূষন কমাতে ২০১৬ সালেই উদ্যোগ গ্রহন করে আঞ্চলিক পরিবহন দপ্তর। ই-রিক্সা চালু করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বার বিভিন্ন উদ্যোগ চালু করলেও বিভিন্ন চাপে বারবার মুখ থুবড়ে পড়েছে কিন্তু এবার ৩১শে অগাস্ট শেষ দিন ধার্য করা হল। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘পরিবহণ নীতিকে মেনে এবার পথে শুধু ‘ই’ রিক্সাই চলবে। আমরা এই পদ্ধতি চালু করতে টোটো চালকদেরও সহযোগিতা পাচ্ছি। ১ সেপ্টেম্বর থেকে পথে পুরনো টোটো নামলে আইনানুগ ব্যবস্থা করা হবে।’ ২০১৫ সাল থেকে টোটো চলতে শুরু করে রাস্তায়। ধীরে ধীরে টোটো এর সংখ্যা এতটাই বেড়েছে যে আজকালের যানজটের মূল কারন হিসেবে ধরা হয়। তবে পরিবহন দপ্তরের এরুপ সিদ্ধান্তে একাধিক টোটো চালকের টোটো চালানো বন্ধ হয়ে যাবে বলে চিন্তার ভাঁজ টোটো চালকের কপালে। অনেক সংসার টোটো চালিয়ে এগিয়ে নিয়ে চলছে অনেক চালক। দুবেলা দুমুঠো খাবার, সন্তানদের পড়াশুনা সবটাই সারাদিন টোটো চালানোর পর উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতে হয়। তবে অনেকেরই এই ই-রিক্সা কেনার মতো সামর্থ নেই। তারা এখন দিশেহারা । তাদের মনে প্রশ্ন তারা কি করবে, কি খাবে , কিভাবে সংসার প্রতিপালন করবে। এই চিন্তায় অনেকের চোখে জল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊