সংবাদ একলব্য, কোচবিহার ,২৬ জুলাই : বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে আজ রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল PEN DOWN কর্মসূচি। UUPTWA  এর নেতৃত্বে যখন PRT SCALE  এবং ১৪ জন শিক্ষকের অনৈতিক বদলি বিরুদ্ধে  আন্দোলন জোরদার,  তখন গতকাল শিক্ষামন্রী নজরুল মঞ্চে শিক্ষকদের Grade Pay 2300 থেকে 3200 করার কথা ঘোষণা করতে গিয়ে বলেন--"এত শিক্ষিকা স্ত্রী রোগে ভুগছেন তাই আমি আতঙ্কিত। "এমতাবস্থায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছে  এমন  অপমান জনক মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোচবিহার জেলা বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের সহ সভাপতি সঞ্জয় মোদক জানান " শিক্ষা মন্ত্রীর এ ধরনের অশালীন মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক ।এর প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে একদিনের PEN DOWN কর্মসূচি  পালন করছি।"
তিনি এও জানান উস্থি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবী খুব দ্রুততার সঙ্গে সরকারের মেনে নেওয়া উচিত।