সংবাদ একলব্য, বাসন্তীরহাট, ২৪ জুলাইঃ আজ দিনহাটা মহকুমার প্রান্তবর্তী গ্রামীন জনপদ কুচনী'র বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয় থেকে বিদায় গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় কর্মকার। জানাযায় ২৫-শে মে, ২০১০ সালে তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তারপর দীর্ঘ ৯ বছরে বিদ্যালয়ের পঠন-পাঠনের অভূতপূর্ব উন্নতিসাধন করেন।এখন তিনি কোচবিহার শহর সংলগ্ন টাপুরহাটের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করবেন।
বিদ্যালয়ের NSS UNIT প্রতিষ্ঠা, বিজ্ঞান বিভাগের শুরু (যদিও ২ বছর থাকবার পর শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায়), নির্মল বিদ্যালয়ের শিরোপা সহ বেশ কিছু বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
বিদ্যালয়ের NSS UNIT প্রতিষ্ঠা, বিজ্ঞান বিভাগের শুরু (যদিও ২ বছর থাকবার পর শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায়), নির্মল বিদ্যালয়ের শিরোপা সহ বেশ কিছু বিষয়ে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
আজ ঘরোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে তাঁকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী পরেশ চন্দ্র রায়, শ্রী মনীন্দ্র নাথ রায়, শ্রী শরৎচন্দ্র বর্মন, বিদ্যালয় পরিচালন সমিতির প্রাক্তন সদস্য শ্রী নৃপেন সরকার সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় কর্মকারের বিদায়ক্ষণে একদিকে যেমন আকাশ বিষাদগ্রস্থ তেমনি সমগ্র স্কুলেই শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিচ্ছেদের কালো মেঘ যেন ঘনিয়ে আসে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊