সংবাদ একলব্য, দিনহাটাঃ দিনহাটা মহকুমার পুটিমারী উচ্চবিদ্যালয়ের কন্যাশ্রী সংঘ 'অভয়া'র পক্ষ থেকে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার যুগ্ম আহ্বায়ক ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু ভৌমিক এবং নোডাল অফিসার সুদীপ দে। আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নূর আলম হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আই.সি শ্রী সঞ্জয় দত্ত।  আলোচনাসভার বিষয় ছিল-' ভারতীয় নারী-একাল সেকাল'। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শ্রী মানবেন্দ্র দাস, অভিনেতা ও নাট্য পরিচালক শ্রী কল্যাণময় দাস, বিশিষ্ট প্রাবন্ধিক,নাট্যকার এবং শিক্ষক শ্রী অনির্বান নাগ। 
গতকালকের এই আলোচনা সভায় অংশগ্রহনকারী ছাত্রী সায়রা বানু অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যখন শোনে তার বিয়ে ঠিক করতে চলেছে বাড়ির লোকজন, তখন বাড়িতে সে বুঝিয়ে বলে। কন্যাশ্রী প্রকল্পের কথা মাকে জানায় এবং বুঝিয়ে বলে এখন সে বিয়ে করতে চায়না। কিন্তু বাড়িতে মেয়ের কথার গুরুত্ব না দেওয়ায় আজ সে বিদ্যালয়ে এসে বান্ধবীদের জানায়। সাথে সাথে কন্যাশ্রী সংঘ 'অভয়া'র সদস্যারা বিদ্যালয়ের শিক্ষকদের স্মরনাপন্ন হয়। 
বিদ্যালয়ের কন্যাশ্রীর নোডাল অফিসার সুদীপ দে ও অন্যান্য ৭ জন শিক্ষক ও কন্যাশ্রীর মেয়েদের নিয়ে সায়রার বাড়ি কারিশাল এ যান । তাঁরা বাড়ি ও এলাকার মানুষদের বোঝান । প্রথম অবস্থায় এলাকায় বিক্ষোভের মুখে পড়লেও পরবর্তিতে পরিস্থিতি অনুকূলে আসে । বাড়ির লোকজন সায়রার বিয়ে দেবে না বলে জানান। 
বাড়ির এই সিদ্ধান্তে খুশি 'অভয়া' কন্যাশ্রী সংঘ এবং বিদ্যালয়ের শিক্ষকরাও। কন্যাশ্রীর নোডাল অফিসার সুদীপ দে জানান- ' গতকালকের আয়জিত আলোচনা সভা এতটা প্রভাব ফেলেছে, তা যেনে ভীষণ ভালো লাগছে।'