Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসামে ভেঙ্গে পড়লো ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান

সংবাদ একলব্য,৯ আগস্টঃ আসামে গতকাল রাতে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে। বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর জেটটি ছিল সুখোই সু -30। রাত সাড়ে ৮ টার দিকে এস -৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল ।বিমানটি মিলনপুর এলাকায় ধানের ক্ষেতে বিধ্বস্ত হয় এবং রাত সাড়ে ৮ টার দিকে আগুনের শিখায় ফেটে যায়। পাইলট বিমানটি ক্রাশ করবার পূর্বেই বের হয়ে যান। একজন পাইলট তার পায়ে আঘাত পেয়েছিলেন বলে প্রতিরক্ষা মুখপাত্র লেঃ কর্নেল হর্ষ বর্ধন পান্ডে জানিয়েছেন।  তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। এই দুর্ঘটনায় জনসাধারণের সম্পত্তির কোনও ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন দু'জন পাইলটকে তেজপুরের আর্মি বেস হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে ছুটে আসে বলে দমকল বিভাগ জানিয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code