আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ
উত্তরবঙ্গ নস্যসেখ উন্নয়ন মঞ্চের কোচবিহার জেলার মাথাভাঙা দুই নং ব্লকের নব নির্বাচিত ব্লক সভাপতি হিসেবে নিয়োগ করা হল হাফিজ নুর হোসেন মিঞা কে। কোচবিহার জেলা সভাপতি মনিরুজ্জামান মিঞা নিয়োগ পত্রের প্রাপ্তি স্বীকার করেছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গ ব্যাপী সংগঠনটি সমগ্র মূলনিবাসী নস্যশেখ সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন যাবত আন্দোলন করছেন। পৃথক নস্যশেখ উন্নয়ন পর্ষদ ও তফসিলি জাতির অন্তর্ভূক্ত করা এবং এন আর সি আশঙ্কা প্রকাশ করে আদি ভূমী পুত্র নস্যশেখ সম্প্রদায়ের সুরক্ষিত নাগরিকত্বের স্বার্থে (ও,আই) অরিজিনাল ইনহেবিটেন্ট মূল বাসিন্দার স্বীকৃতির দাবিকে জোড়াল করতে তাদের দীর্ঘ দিনের আন্দোলন। ব্লক কমিটির সভাপতি নুর হোসেন মিঞা মিয়া বলেন গোটা ব্লকেই ইতিমধ্যেই আমরা বিভিন্ন ভাবে আলোচনা সভা করেছি। তিনি আরও বলেন আমরা নস্যশেখ কামতাপুরি ভূখন্ডের মূলনিবাসী আদি জনগোষ্ঠী। কোনও ভাবে এন আর সি তে যেন অমানবিকতার স্বীকার হতে না হয় আমাদের সেই লক্ষ্যেই আমরা সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরব। ইতিমধ্যেই অঞ্চল কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা যায়। সেই সঙ্গে এদিন 
সিতাই ব্লকের মিষ্টার মিয়া, শীতলখুচি ব্লকের মাওলানা ফজর উদ্দিন কোচবিহার দুই নং ব্লকের মাওলানা নবিউল হক কে নতুন ব্লক সভাপতি হিসেবে নিয়োগ পত্র প্রদান করা হয়। উত্তরবঙ্গ ও বিহারের কিছু অংশে বহু ভূমি পুত্র মূলনিবাসী নস্যশেখ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। আনুমানিক ৩০টি জনগোষ্ঠী নস্যশেখ সম্প্রদায়ের অন্তর্গত। আমরা চাই এন আর সি থেকে সুনিশ্চিত সুরক্ষা - সরকার এই আদি জনগোষ্ঠী গুলো কে (OI) অরিজিনাল ইনহেবিটেন্ট অন্তর্ভূক্ত করতে হবে। ভাষা, পদবী, সংস্কৃতি ও ইতিহাস পর্যালোচনা করে। রাজবংশী ও নস্যশেখ সম্প্রদায়ের ধর্মীয় অভিন্নতা ছাড়া সবকিছুই এক - এটা প্রমাণ করার কোনও প্রয়োজন নেই। তাই মূলনিবাসী অধিকারে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।