ওয়েব ডেস্কঃ মিস ইংল‍্যান্ডের মুকুট পড়লেন পেশায় চিকিৎসক বাঙালী কন‍্যা ভাষা মুখোপাধ‍্যায়। ইংল‍্যান্ডের মডেলদের বুদ্ধি ও সৌন্দর্যের নিরিখে হারিয়ে সেরা হয়েছেন তিনি। তিনি শুধু একজন সুন্দরীই নন, ২৩ বছরের এই সুন্দরী একজন চিকিৎসক। চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে নটিংহ‍্যাম বিশ্ববিদ‍্যালয় থেকে মেডিসিন ও শল্যচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন তিনি। এছাড়াও তিনি  বাংলা, হিন্দি, ইংরাজীর পাশাপাশি জার্মান ও ফ্রেঞ্চেও  পাঁচটি ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারেন। তাঁর আইকিউ বা বুদ্ধিমত্তার পরিমাপক মান ১৪৬। তবে ভাষার জন্ম ভারতেই। ৯ বছর বয়সেই পরিবারের সঙ্গে ইংল‍্যান্ডে চলে যান তিনি। এখন তার বাসস্থান ইংল‍্যান্ডের ডার্বি শহর। মেডিক্যাল কলেজে পড়াশোনার সময়েই সুন্দরী প্রতিযোগিতায় তিনি অংশগ্রহন করেন। ভাষা বলেন, "প্রথমে সময় বার করতে পারব কিনা সে বিষয়ে চিন্তিত ছিলাম। তবে, পড়াশোনার থেকে একটু বিরতির জন্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।"