আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ৪ঠা অগাস্ট: একলব‍্য প্রকাশনী ও একলব‍্য রেফারিড জার্নালের যৌথ উদ‍্যোগে আয়োজিত শিশুশিক্ষাকে ভিন্নধারায় এগিয়ে নিয়ে যেতে "একলব‍্য মেধা অন্বেষন" পরীক্ষার আয়োজন করা হয় কোচবিহারসহ উত্তরবঙ্গের বেশকিছু জেলা নিয়ে। এদিন ২০১৯ এর প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হল ওকড়াবাড়ীর "নবোদয় গুরুকল" পরিচালিত "নবোদয় গুরুকুল কিডজি"-তে।  ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল নজরকাড়া। অভিভাবক-অভিভাবকিদেরও মধ‍্যে একাংশ জানায়, এরুপ উদ‍্যোগ ভালো। নবোদয় গুরুকুল কিডজি এই পরীক্ষার দায়িত্ব নেওয়া আমরা খুশি। প্রথম পর্বের পরীক্ষা ছিল বহুনির্বাচনী প্রশ্ন। পরীক্ষার শেষে ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানা যায়, প্রশ্ন ভালো হয়েছে। অনেকেই খুব ভালো উত্তর করেছে বলে জানায়। এদিন পরীক্ষা পর্যবেক্ষক আব্দুল রফিক জানান, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 

ছাত্র-ছাত্রীরা আনন্দের সহিত পরীক্ষা দিয়েছে। একলব‍্য গোষ্ঠীর এরকম উদ‍্যোগকে সাধুবাদ জানিয়ে বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফ হোসেন বলেন, আশাবাদী ছাত্র ছাত্রীরা ভালো করবে। ভবিষ‍্যতে ওকড়াবাড়ীর অন‍্যান‍্য বিদ‍্যালয় গুলিকে একলব‍্য মেধা অন্বেষনে যুক্ত হবার জন‍্য আহ্বান জানিয়েছেন। এছাড়াও বলেন, অন‍্যান‍্য বিদ‍্যালয় গুলির কিছু স়ংখ‍্যক ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের উদ‍্যোগেই আমাদের বিদ‍্যালয়ে এই পরীক্ষায় বসেন। আশা রাখবো তারাও ভালো ফল করবে। একলব‍্য এগিয়ে যাক আমরা পাশে আছি। এদিন বিদ‍্যালয়ে পরীক্ষা চলাকালীন ইনভিজিলিটর হিসেবে ছিলেন, মনিরুজ্জামান, আরিফা খাতুন, দীপক বর্মন। পরীক্ষা নিয়ামক ফজলে রহমান এক প্রেস বিবৃতিতে জানান, প্রথম পর্বের পরীক্ষা শেষ হলে দ্বিতীর পর্বের পরীক্ষার জন‍্য বই প্রকাশ হবে। যা সরাসরি প্রকাশনী দপ্তর বা নিজ নিজ বিদ‍্যালয় থেকেও সংগ্রহ করতে পারবে ছাত্র ছাত্রীরা। দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে।