বোবা-সংলাপ
প্রেরণা কার্জি

নদীর মত বইতে থাকো
আকাশ কোলে রাখো কান

ভিনদেশী সব রূপকথাদের
বলো ফিরতে গোরস্থান।

অবাক হয়ে চলুক দিনের
বেশিরভাগ সব আলাপ-ভান

সূর্য আসুক পাড়ার মোড়ে
ভুলে সবটুকু ইন্তেকাম।

আমার দেশে রোদ ওঠে না
বাজে না কোনো বাঁশির সুর

তিস্তা ভাসে চোখের কোলে
পেরোয় কোন সব সমুদ্দুর।