Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধ্বস্ত-অনামিকা ঘোষ

বিধ্বস্ত
অনামিকা ঘোষ

তোমার প্রস্থান;
আমার সমুদ্রের এক একটা বিবৃত ঢেউ
জানি, তোমাকে কবিতা কখনই ছুঁতে পারেনি,
শুধু অশ্রুমালা উপহারে
যে প্রেমিক বিশৃঙ্খলার ভিড়ে ছেঁড়া ছেঁড়া যন্ত্রনায়
নিজেকে লুকিয়ে রেখেছে বারংবার,আজ
সেই প্রেমিকের ভোর ,
রোজ পান করে মহুয়ার মদ ।
বারুদের ঝাঁজালো গন্ধে যার প্রেমের সুগন্ধি
যেখানে সে আবিষ্কার করে নিজেকে মৌনতায় ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code