Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসাম থেকে প্রকাশিত হল ঈশান বাংলা সাহিত‍্য পত্রিকার প্রথম সংখ্যা


সংবাদ একলব্য, ২৪ অগাস্ট ২০১৯ঃ গতকাল ২৩ শে আগস্ট শুক্রবার আসামের করিমগঞ্জ জেলার দুল্লভছড়ায় প্রকাশিত হলো ঈশান বাংলা সাহিত‍্য পত্রিকার শ্রাবণ সংখ‍্যা। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন রাজ‍্যিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক ও সাহিত‍্যিক পুণ‍্যব্রত দাস । পত্রিকার সম্পাদক বিপ্লব গোস্বামীর জানান পৌরোহিত‍্যে ঐদিন এক সাহিত‍্য অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে পত্রিকাটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কবি লেখক সহ সাহিত‍্য প্রেমি লোকেদের উপস্থিতি ছিল। উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code