সংবাদ একলব্য,১২ আগস্টঃ আজ পুণ্য শ্রাবণমাসের শেষ সোমবার। সারা মাসব্যাপী অসংখ্য পুণ্যার্থী ভীড় জমিয়েছেন শঙ্করের মন্দিরে, অতিক্রম করেছেন ক্রোশ কে ক্রোশ পথ, পারি দিয়েছেন দুর্গমস্থানেও। উদ্দেশ্য ত্রিবিধ, তা হল- দেবদেব মহেশ্বরকে দর্শন, জল ও দুগ্ধদ্বারা তাঁকে অবগাহন এবং তাঁর করুণাবারি মস্তকে সিঞ্চন। আজ তারই শেষদিন। আর শেষ দিনে দেখুন কালজানি নদীর পারে ভক্তদের সমাগমের দৃশ্য-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊