আরিফ হোসেন, দিনহাটা, ১২ আগস্টঃ  আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। ইসলাম সমাজের দ্বিতীয় বড়ো উৎসব। অন্যদিকে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবভক্তরা উৎসবে মেতে আছে, যাতে কোনরকম সাম্প্রদায়িক সমস‍্যা সৃষ্টি না হয়, এই জন্য দিনহাটা থানার উদ‍্যোগে গতকাল একটি আলোচনা সভা হয়েছে বলে জানা গেছে। দিনহাটার থানার এসডিপিও সাহেব মিটিং এ এই সমস‍্যা যেন সৃষ্টি না হয় সেদিকটা নজর রাখার নির্দেশ দিয়েছেন।  ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। চারিদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অতি আনন্দে ঈদ উৎসব পালিত হোক প্রতিটি ঘরে ঘরে এই আহ্বান জানান তিনি। 
আজ সকাল থেকেই পুলিশি সক্রিয়তা ছিল চোখে পড়বার মতন। সাহেবগঞ্জ থানার পুলিশ বুড়িরহাট ১ নং অঞ্চলের বাজার সংলগ্ন মসজিদে ঈদের নামাজের পর মসজিদের ইমাম সাহেবের হাতে মিষ্টির  প্যাকেট তুলে দিলেন। এরপর মসজিদের তরফ থেকে তাদেরকেও পাল্টা মিষ্টিমুখ  করানো হয়।