মধুসূদন রায় ময়নাগুড়ি, ১২ অগাস্ট : ময়নাগুড়ি ব্লকের উওরবঙ্গের শৈব তীর্থ জল্পেশ্বর ধামের শ্রাবণি মেলা  শেষ হলো। মেলা কমিটির সদস্য জয়কিশোর রায় জানান জল্পেশ্বরের মেলা আমরা সুন্দর ভাবে পরিচালন করি।
প্রতি বছর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী রাস্ট্র নেপাল ও ভুটান থেকে পূণার্থীরা বাবা জল্পেশ্বর ধামে বাবার মাথায় জল ঢালতে আসে। গতবছরের মতো এবারও অসংখ্য সেচ্ছাসেবক, পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা মেলাকে সুন্দর ভাবে পরিচালন করে।
মন্দিরের পুকুরে অসংখ্য সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ও মেলাকে সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করে।
মেলাতে যাতে কোন রকম ঝামেলা না হয় তার জন্য আমাদের কমিটির সদস্যরা সিসি টিভির ক্যামেরার মধ্যে প্রত্যেকটি মেলার গলি দেখার জন্য বসে দায়িত্ব সামলেছেন।