তপন বর্মন, বামনহাট, ১২ আগস্টঃ  শাস্ত্র মতে সোমবার হল শিব ঠাকুররের আরাধনার দিন। এ প্রথা শত বছর ধরে চলে আসছে। মানুষের বিশ্বাস শ্রাবণ মাসের সোমবারে শিব লিঙ্গের উপর জল ঢেলে, ফুল, চন্দন এবং বেলপাতা সহকারে যদি এই দেবতার আরাধনা করা হয়, তাহলে মনের ইচ্ছে পূরণ হয়। আজ পাথরশন মাধাইখাল কালীমন্দির সংলগ্ন শিব মন্দিরে দেখা গেল পূণ্যার্থী ঢল । চরম উল্লাস আর নিষ্ঠা সহকারে আবালবৃদ্ধবনিতা সকলেই মন্দির পার্শ্ববর্তী পুষ্করিণীতে পূণ্যস্নান সেরে তারা শিব লিঙ্গে জল ঢালছেন।
এক পূণ্যার্থী সুভাষ চন্দ্র বর্মন( নয়ার হাট)  জানান  " বাড়ির নিকটবর্তী এই পূণ্য তীর্থে জল ঢেলে তিনি খুবই আনন্দিত। "

পূজা কমিটির সম্পাদক মাননীয় শরৎচন্দ্র বর্মন জানান " এই পূণ্য স্থানে যে শিবের আরাধনা করে, তার স্বর্গীয় আনন্দ অনুভূত হয়। শুধু তাই নয়, এই স্থানে এলে শিব পূজার পাশাপাশি মায়েরও দর্শন লাভ হয় পূণ্যার্থীদের। "
বিস্তারিত ভিডিওতে.....