Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্বিতীয় দিনেও জমলো না দিনহাটার জন্মাষ্টমী মেলা, দেখুন ভিডিও

দিনহাটা,২৫ আগস্টঃ  শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনহাটা থানার মাঠে এক বিরাট মেলার আয়োজন করেছে দিনহাটা থানা শিববাড়ি জন্মাষ্টমী মেলা কমিটি । প্রতি বছরের ন্যয় এবারো এসেছে ছোটদের মনোরঞ্জনের জন্য নাগর দোলা , ট্রয় ট্রেন সহ আরো নানা আইটেম । মেলায় জিলিপি থাকবে না তা হয় ? বসেছে জিলিপির দোকান , ভেল পুরি । বাদ যায়নি ফাস্টফুড আইটেমও । বসেছে হরেক রকম সাজ সজ্জার দোকান । এই মেলাকে ঘিরে রয়েছে একটা উদ্দীপনা দিনহাটার মানুষের । দিনহাটা থানা সংলগ্ন মাঠের এই মেলার সব রকম ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ । কিন্তু মেলার দ্বিতীয় দিনেও জমলো না মেলা- দোকানিদের কপালে চিন্তার ভাঁজ-
দেখুন বিস্তারিত ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code