সংবাদ একলব্য, ১৫ আগস্টঃ  সোনাপুর নেস্ট চিলড্রেন মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৩ তম স্বাধীনতা দিবস। সকাল ৮ টায় পতাকা উত্তলন করলেন শ্রী বিজয় কুৃমার রায়। উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পতাকা উত্তোলন শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শ্রীমতী হেমলতা বর্মণ । তিনি বলেন -'স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ কে ভুলে গেলে চলবে না, তাদের স্বপ্নের দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমান প্রজন্মকে।'

বিস্তারিত দেখুন ভিডিওতে-